সালাহ উদ্দিনকে ফিরিয়ে দেওয়ার দাবিতে ছাত্রদলের কর্মসূচি

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে নতুন করে সপ্তাহব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে কক্সবাজার জেলা ছাত্রদল। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১ এপ্রিল বুধবার জেলার সব উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ২ এপ্রিল জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ৩ এপ্রিল জেলার উপজেলা, পৌরসভা ও কলেজে জুমার নামাজের পর দোয়া মাহফিল, ৪ এপ্রিল প্রতিটি পৌরসভায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ৫ ও ৬ এপ্রিল জেলাব্যাপী গণসংযোগ এবং ৭ এপ্রিল জেলা সদরে গণজমায়েত ও গণসমাবেশ।
প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পড়েন জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক রাসেল। এ সময় জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোহাম্মদ সরওয়ার রোমন, সহ-সভাপতি আবদুর রউফ, সাংগঠনিক সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন রবিন, জাহেদুল ইসলাম রিটন, শহর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াছ, যুগ্ম আহ্বায়ক ফাহিমুর রহমান ফাহিম, কানন বড়ুয়া, কায়ছার ফারুক ও আহমদ ছফা, কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাইফুর রহমান নয়ন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের আহ্বায়ক এইচ এম রায়হান উদ্দিনসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।