কারাগার থেকে হাসপাতালে নাদিম মোস্তফা

রাজশাহী জেলা সভাপতি সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফাকে কারাগারে থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা কর্তৃপক্ষ আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার শাহাদত হোসেন জানান, সকালে নাদিম মোস্তফা হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। কারা হাসপাতালের চিকিৎসকরা তাঁকে দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে পাঠানোর পরামর্শ দেন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে নাদিম মোস্তফাকে হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
নাদিম মোস্তফার স্ত্রী নুরুন্নাহার পারুল জানান, বেশ কিছু দিন ধরেই নাদিম মোস্তফা অসুস্থ। তাঁর হার্টে ব্লক ছিল। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপও রয়েছে। এর আগে গত ১৯ জানুয়ারি ঢাকার গুলশানের বাসা থেকে যৌথবাহিনীর সদস্যরা নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এ পর্যন্ত তাঁর বিরুদ্ধে ঢাকা ও রাজশাহীতে তিনটি নাশকতার মামলা হয়েছে।