জাল ভোট দেওয়ায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ আটক ৫

ময়মনসিংহের দুটি উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালত চারজনকে সশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।
নান্দাইলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন জানান, উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের বাঁশহাটি কেন্দ্রে রনি, রুবেল ইসলাম, মোয়াজ্জেমপুর কপালহর কেন্দ্রে যুবায়ের ও আশরাফুলকে জাল ভোট দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুরে একটি কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে ইউপি সদস্য প্রার্থী মকবুল হোসোনকে ছয় মাসের সশ্রম করাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মো. হামিদুল ইসলাম জানান, ঈশ্বরগঞ্জের রাজগাতী ইউনিয়নের কান্দাপাড়া কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নজরুল ইসলামকে নৌকার পক্ষে জাল ভোট দেওয়ার অভিযোগে আটক করে পুলিশ।