ঝড়ে ছাতকে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ১

কালবৈশাখী ঝড়ে সুনামগঞ্জের ছাতকের দুই ইউনিয়নে প্রায় দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। ঝড়ে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, সন্ধ্যার পর কালবৈশাখী ঝড়ের আঘাতে চরমহল্লা ও দক্ষিণ খুরমার চারটি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। চারটি গ্রামের প্রায় দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ঝড়ের সময় ঘরচাপায় আনোয়ারা বেগম (৫৫) নামের এক নারী মারা যান। তিনি চরমহল্লা ইউনিয়নের খড়ের চরের বাসিন্দা।
ছাতকের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান খান জানান, ঝড়ে ওই চারগ্রামের ১০ জন আহত হয়েছে। আহত আটজনকে স্থানীয় পৈতক স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্য দুজনকে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।