চার পুলিশকে ধরে নিয়ে গেছে বিএসএফ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তের আশাবাড়ি এলাকা থেকে চার পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সদস্যদের মধ্যে দুজন গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআ্ই) মো. আলমগীর হোসেন ও সবুজ। অপর দুজন হলেন কনস্টেবল তাপস ও সেলিম।
কুমিল্লার পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন এনটিভি অনলাইনকে বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল আশাবাড়ি সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে পুলিশের চার সদস্য ভারত সীমান্তের সিপাহীজালা জেলার বক্সনগর থানার রহিমপুর গ্রামের একটি বাড়িতে ঢুকে পড়েন। এ সময় বিএসএফের একটি দল তাঁদের চার জনকে আটক করে নিয়ে যায়। পুলিশের সার্কেল এসপি জাহাঙ্গীর হোসেন বলেন, ডিবি পুলিশ সদস্যদের ফিরিয়ে আনতে বিএসএফের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে।
কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোকলেছুর রহমান বিএসএফ পুলিশ সদস্য ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।