ধান কাটতে গিয়ে না-ফেরার দেশে

গ্রামের অন্য কৃষকদের সঙ্গে ধান কাটতে হাওরে গিয়েছিলেন সুনামগঞ্জের কৃষক শের আলী। এমন সময় শুরু হলো বজ্রসহ বৃষ্টি। হঠাৎ এক বজ্রপাতে হাওরেই নিহত হন তিনি।
আজ রোববার সকাল ৮টার দিকে ধর্মপাশা উপজেলার হলিদাকান্দা গ্রামের পাশের হাওরে এ ঘটনা ঘটেছে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, সকালে হলিদাকান্দা গ্রামের পাশের হাওরে ধান কাটতে যান শের আলী। সকাল ৮টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে সেখানে থাকা অন্য কৃষকরা তাঁর লাশ স্বজনদের কাছে নিয়ে যান।