‘নির্বাচনীবিরোধে’ নান্দাইলে যুবক জখম

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এক যুবককে জখম করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
উপজেলার মুসুল্লি ইউনিয়নের নিভৃত পল্লী ইন্দারগাতি গ্রামের শাকিল মিয়াকে (২৭) সঙ্গাহীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শরীরে ২০টি স্থানে দেশীয় অস্ত্রের আঘাত রয়েছে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নির্বাচনী বিরোধের জের ধরে শাকিলকে জখম করা হয়েছে। শাকিলের বাবা চিনু মিয়া মুসুল্লি ইউনিয়নের সাধারণ সদস্য। এবারো তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
একই ওয়ার্ডে এবার সাধারণ সদস্য পদে নির্বাচন করছেন চিনু মিয়ার ভাতিজা এরশাদুল হক। তাদের মধ্যে আগে থেকেই গোষ্ঠীগত বিরোধ আছে। নির্বাচন নিয়ে সেই বিরোধ আরো জোরালো হয়েছে।
ওসি জানান, গতকাল বুধবার রাতে শাকিল মিয়া চপই বাজারের পাশে নিজেদের মাছ খামারে গিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে খামারে গিয়ে শাকিলকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। তখন তারা পুলিশকে খবর দেয়। পরে স্বজনরা শাকিলকে নিয়ে প্রথমে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন ।
চিকিৎসক অবস্থার অবনতি দেখে শাকিলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তাঁর এখানো জ্ঞান ফেরেনি।