খুলনায় পুলিশের অভিযানে আটক ৪০

খুলনা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, এদের মধ্যে বিএনপি-জামায়াতের নেতা-কর্মী রয়েছে। গতকাল রোববার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত তাদের আটক করা হয়েছে।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান জানান, কেএমপির আটটি থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে এদের আটক করা হয়। এদের মধ্যে জামায়াতের মহানগর শাখার শূরা সদস্য, ১৮ নম্বর ওয়ার্ডের আমির মাওলানা মনিরুজ্জামান, সোনাডাঙ্গা থানা জামায়াতের আমির মাওলানা শাহারুল ইসলাম ও বিএনপির কর্মী তাজুল ইসলাম রয়েছেন। বাকি আসামিরা বিভিন্ন মামলার পলাতক আসামি।
এ ছাড়া কয়েকজনকে নাশকতার পরিকল্পনায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে আজ সোমবার তাদের মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হবে।
জামায়াতের মহানগর নায়েবে আমির শফিকুল ইসলাম তাঁদের দুই নেতা-কর্মীকে আটকের বিষয়টি স্বীকার করেছেন।
এর আগে গতকাল রোববার রাতে নগরের পিটিআই মোড়সহ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে একজন আহত হন।