চন্দ্রপাড়া দরবার শরিফের ভক্তদের মধ্যে অনুদান বিতরণ

ফরিদপুরের চন্দ্রপাড়া দরবার শরিফের পীর সৈয়দ আবুল ফজল সুলতান আহমদের বেছালত দিবস উপলক্ষে আসা ভক্ত জাকেরানরা। ছবি : এনটিভি
ফরিদপুরের চন্দ্রপাড়া দরবার শরিফের পীর সৈয়দ আবুল ফজল সুলতান আহমদের বেছালত দিবস উপলক্ষে ভক্ত জাকেরানদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ সোমবার ফজরের নামাজ শেষে দরবারের গদীনসীন পীর সৈয়দ কামরুজ্জামান ৪০২ জন জাকেরানকে ৮০ লাখ ৪০ হাজার টাকার অনুদান তুলে দেন ভক্তদের মধ্যে।
এর আগে দেশের বিভিন্ন স্থান থেকে আসা লক্ষাধিক ভক্ত জাকেরান জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করেন।
১৯৮৪ সালের ২৮ মার্চ চন্দ্রপাড়া দরবারের পীর সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ ইন্তেকাল করার পর থেকে বেছালত দিবস পালন করেন তাঁর ভক্তরা।