জরিমানায় মুক্তি মিলল ব্যালট নিয়ে পালানো প্রার্থীর

ময়মনসিংহের ফুলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট বাক্স নিয়ে পালানোর সময় আটক আওয়ামী লীগের প্রার্থী এনামুল কবীরকে মুক্তি দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে ১০ হাজার টাকা জরিমানায় এনামুলকে মুক্তি দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. হুমায়ুন কবীর।
এনামুলের মুক্তির খবর পেয়ে ময়মনসিংহ-শেরপুর মহাসড়ক অবরোধ তুলে নেয় তাঁর সমর্থকরা। ফলে বিকেল ৫টা থেকে ওই মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোহাম্মদ আবদুল হামিদ জানান, দুপুর সোয়া ১টার দিকে ফুলপুরের ইমাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ব্যালট বাক্স নিয়ে পালানোর সময় পয়ারী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল কবিরকে আটক করে গোয়েন্দা পুলিশের একটি দল। এ খবর শুনে এনামুল কবীরের সমর্থকারা তারাকান্দায় ময়মনসিংহ-শেরপুর মহাসড়ক অবরোধ করে । এই খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে এনামুল কবীরকে ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। পরে অবরোধ প্রত্যাহার করে নেয় তাঁর সমর্থকরা।