সোহরাওয়ার্দী উদ্যান পেল বিএনপি

ষষ্ঠ কাউন্সিল আয়োজনের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহার করার অনুমতি পেয়েছে বিএনপি। মূল আয়োজন হবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। এর পাশাপাশি উদ্যানের একাংশ ব্যবহার করতে পারবে বিএনপি।
আগামী ১৯ মার্চ বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিলের এবারের স্লোগান, ‘দুর্নীতি, দুঃশাসন হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ’।
ঢাকা মহানগর পুলিশ আজ বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানের একাংশ ব্যবহারের অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি। তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘মূল আয়োজন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে হবে। সোহরাওয়ার্দী উদ্যানের একাংশে শামিয়ানা টানিয়ে বসার ব্যবস্থা করা হবে।’
কাউন্সিলের আগেই দলের শীর্ষ দুই পদে পুনর্নির্বাচিত হয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমান। কাউন্সিল উদ্বোধন করবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।