৩২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

৩২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রেজাউল করিম হাওলাদারকে (৪০) গ্রেপ্তার করেছে পটুয়াখালীর বাউফল থানার পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে সহকারী উপপরিদর্শক (এএসআই) মোফাজ্জেলের নেতৃত্বে টহল পুলিশ উপজেলার কেশবপুর সিকদার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
বাউফল থানার পুলিশ জানায়, ২০১০ সালের মে মাসে পাশের বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ভাতশালা গ্রামে আন্তজেলা ডাকাত দলের সদস্য রেজাউলের নেতৃত্বে ডাকাতি হয়। এ সময় ডাকাতদল একজনকে খুনও করে। এরপর বাকেরগঞ্জ থানায় মামলা হলে (মামলা নম্বর : জিআর-৩৬) বরিশাল জেলা দায়রা জজ আদালত রেজাউলকে ৩২ বছরের সাজা দেন। রেজাউলের বিরুদ্ধে বাউফল, ভোলাসহ বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে। রেজাউল বাউফলের কেশবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর হয়ে কাজ করছিল।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, আন্তজেলা ডাকাতদলের সর্দার রেজাউলকে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।