চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মোল্লাবাড়ী নামকস্থানে মাইক্রোবাস-নছিমন সংঘর্ষে রোকেয়া খাতুন (২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১০ জন। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জীবননগর থেকে চুয়াডাঙ্গা অভিমুখে বিয়ের মাইক্রোবাস যাচ্ছিল। বিপরীত দিক থেকে নছিমনে চড়ে কয়েকজন খয়েরহুদা গ্রামে যাচ্ছিল। এ সময় মোল্লাবাড়ী নামকস্থানে মাইক্রোবাস- নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে খয়েরহুদা গ্রামের ইয়াদুল ইসলামের স্ত্রী রোকেয়া খাতুন মারা যায়।
এ সময় ইয়াদুল, হাফিজ, আতিয়ার, শিউলি, আশরাফ, তামীম, জামিলাসহ অন্তত ১০-১২ জন আহত হয়। তাদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, নিহত রোকেয়া খাতুনের মরদেহ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং আহতরা চিকিৎসাধীন রয়েছে।