চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু

চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু হয়েছে। জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।
নজরুল ইনস্টিটিউট ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে কবির স্মৃতি বিজড়িত জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় প্রথমবারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনের আগে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় চত্বরের নজরুল মঞ্চ থেকে একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে স্বাগত ভাষণ দেন প্রতিষ্ঠানটির সচিব আবদুর রহিম। মুখ্য আলোচক ছিলেন পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত মহাপরিচালক এনামুল হক।
অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মঞ্জুরুর রহমান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান।
বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু, জেলা প্রশাসক সায়মা ইউনুস, পুলিশ সুপার মো. রশীদুল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী দিনে নজরুল সংগীত শিল্পী এম এ মান্নান, ফাতেমা-তুজ-জোহরা, ইয়াকুব আলী খান, লীনা তাপসী খান, ছন্দা চক্রবর্তী, নাসিমা শাহীন এবং চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সোলায়মান হক জোয়ার্দ্দার বলেন, জাতীয় কবির সঙ্গে বঙ্গবন্ধুর নিবিড় যোগাযোগ ছিল। কবি নজরুল কার্পাসডাঙ্গায় এসেছিলেন। নজরুলের স্মৃতি বিজড়িত এলাকার উন্নয়নে সবাই মিলে কাজ করতে হবে।
এ সময় চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) আবদুর রাজ্জাক, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান, নজরুল ইনস্টিটিউটের উপপরিচালক রেজাউদ্দিন স্ট্যালিন, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিটর অ্যাডভোকেট শামসুজ্জোহা ও মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার আবু হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা, সুশীল সমাজ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।