‘রাজনীতিতে নারীরা মূল্যায়ন পাচ্ছেন না’

‘স্থানীয় সরকারকে আরো বেশি করে শক্তিশালী করতে নারীর অধিকতর সম্পৃক্ততার বিকল্প নেই। তাই নারীদের সংরক্ষিত আসনে না রেখে প্রতিটি আসনের পাশাপাশি একজন নারী জনপ্রতিনিধি রাখা প্রয়োজন। নারীরা রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করলেও সঠিক মূল্যায়ন পাচ্ছেন না।’
বৃহস্পতিবার সুনামগঞ্জের শহীদ আবুল হোসেন মিলনায়তনে আয়োজিত স্থানীয় সরকার ও নারীর অংশগ্রহণ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএজিডি) ও স্থানীয় সুশাসন কর্মসূচি-শরিক যৌথভাবে এ সভার আয়োজন করে।
বিএজিডির গবেষক সেলিনা আজিজের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্থানীয় সরকার ও শাসনে নারী অধিকার সম্পৃক্ততা বিষয়ে উপস্থিত বিভিন্নজনের প্রশ্নের জবাব ও বক্তব্য রাখেন বিএজিডির গবেষক ড. শাহনেয়াজ হোসেন, জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক রফিকুল ইসলাম তালুকদার, মাঠ সমন্বয়ক এ এফ এম আমির উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুজিতা শারমিন।
সভায় আরো বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, ধর্মপাশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিকুর নাহার শিল্পী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আ স ম খালিদ, জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নূরুল হক আফিন্দী, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মণ, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান ফকরুল ইসলাম চৌধুরী, সুখাইর রাজাপুর ইউপি চেয়ারম্যান মোকারম হোসেন, সুরমা ইউপি চেয়ারম্যান শাহজাহার মাস্টার, হবিবপুর ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, রফিনগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী, তাড়ল ইউপি চেয়ারম্যান নুরুল হক তালুকদার, তাহিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল মানিক মাস্টার প্রমুখ।