বিএনপির স্থান বাংলার মাটিতে হবে না : প্রধানমন্ত্রী

বিএনপিকে জঙ্গির দল হিসেবে আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এদের স্থান বাংলার মাটিতে হবে না। আর যারা ব্যক্তিগতভাবে আগুন লাগানো বা সহিংসতার সাথে জড়িত থাকবে, তাদের কোনো ক্ষমা নেই।
আজ বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এসএসসি পরীক্ষার মধ্যে হরতাল দিয়ে ১৫ লাখ শিক্ষার্থীকে জিম্মি করেছেন বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। দেশের কেউ হরতাল বা অবরোধ মানে না দাবি করে তিনি বলেন, ‘একটা রাজনৈতিক দল, তার তো লক্ষ্য থাকবে দেশের মানুষের উন্নতি। কিন্তু বিএনপির লক্ষ্য মানুষের অবনতি, মানুষের কষ্ট, মানুষকে ধ্বংস করা। এই ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়ে এই উন্নয়নের গতিধারাকে ব্যাহত কার স্বার্থে সেটাই আমার প্রশ্ন। এই যে বাংলাদেশের মানুষের ওপর যে ধ্বংস এবং তাদের উন্নয়নের গতিধারাকে ব্যাহত করার যে চেষ্টা, এটা কি বাংলাদেশের মানুষ মেনে নেবে?’
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না। আর তাঁকে যারা হত্যা করেছিল বিএনপি তাদের প্রতিষ্ঠিত করেছিল।
প্রধানমন্ত্রী বলেন, ‘এরা তো জঙ্গির সংগঠন। এরা তো জঙ্গির দল। এই জঙ্গি দলের স্থান তো বাংলার মাটিতে হতে পারে না। এই সমস্ত জঙ্গিবাদী কর্মকাণ্ডে যারা লিপ্ত, তাৎক্ষণিকভাবে তাদের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করতে হবে। এবং এই দেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ। তাদের ক্ষতি যদি কেউ করে, তার ক্ষমা বাংলাদেশে নাই। যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে, তার ক্ষমা বাংলাদেশে নাই।’
বিএনপি-জামায়াতের বিভিন্ন সহিংসতার কথা ঘরে ঘরে পৌঁছে দিয়ে এর বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।