৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি, নিয়োগ হবে ১২২৬

৩৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকারি কর্মকমিশন (পিএসসি) আজ সোমবার এ বিজ্ঞপ্তি জারি করে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন এনটিভি অনলাইনকে জানান, ৩১ মার্চ থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন জমা দেওয়ার শেষদিন ২ মে। পরীক্ষার্থীদের অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে।
নেছার উদ্দিন আরো জানান, ৩৭তম বিসিএসে এক হাজার ২২৬ জন কর্মকর্তা নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তিটি পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে জানিয়ে নেছার উদ্দিন আরো জানান, আগামীকাল বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে।