নেত্রকোনায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শ্রী শ্রী সন্তু গৌড়ীয় মঠের পুরোহিত অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত স্থানীয় শহীদ মিনারের সামনের সড়কে এই উপলক্ষে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও নেত্রকোনা ইসকনের সদস্যরা অংশ নেন। মানববন্ধন চলাকালে পুরোহিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদসহ অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
সমাবেশে বক্তব্য রাখেন নেত্রকোনা হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট সিতাংশু বিকাশ আচার্য, সাধারণ সম্পাদক অধ্যাপক সুব্রত সরকার মানিক, পূজা উদযাপন পরিষদের নেতা অধ্যাপক রঞ্জিত কুমার সাহা, সুনীল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তরুণ কমল বিশ্বাস, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জীবন কুমার সরকার, নেত্রকোনা ইসকনের অধ্যক্ষ শ্রীমান জয়রাম দাস ব্রহ্মচারী, সহকারী অধ্যক্ষ প্রেমাঞ্জন দাস ব্রহ্মচারী, শ্রীমান মনিরাম দাস প্রমুখ।