চুয়াডাঙ্গায় ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত

নানা আয়োজনে চুয়াডাঙ্গায় পালিত হয়েছে ডায়াবেটিস সচেতনতা দিবস। ‘ডায়াবেটিক নিয়ন্ত্রণে রাখুন, সুস্থ থাকুন’ স্লোগানে চুয়াডাঙ্গায় এ দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে আজ রোববার সকালে চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতি শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
দিবসটি উপলক্ষে আজ সকাল ৯টায় ডায়াবেটিক সমিতির কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সেলিম উদ্দিন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. শামশুজ্জোহা, ডা. ফকির মোহাম্মদ, ডা. আবদুল হাকিম প্রমুখ। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ডায়াবেটিক রোগীরা উপস্থিত ছিলেন।