চুয়াডাঙ্গায় ভারতীয় ওষুধসহ দুজন আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ উদ্ধার করেছে বিজিবি। এ সময় দুজনকে আটক করা হয়েছে। আর তাঁদের ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়। বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক মোহাম্মদ আমির মজিদ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, ভোরে দামুড়হুদার মুন্সিপুর সীমান্তের কাছে ফকিরপাড়ায় চেকপোস্ট বসিয়ে সীমান্ত এলাকা থেকে আসা একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। গাড়ি থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেট ও ইনজেকশন উদ্ধার করা হয়। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত মেহেরপুরের আনোয়ার হোসেন ও রকিবুল ইসলামকে আটক করা হয়।
উদ্ধারকৃত ওষুধের মূল্য প্রায় ৫১ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।