আ.লীগের প্রার্থীদের মনোনয়ন দেবেন শেখ হাসিনা
আসছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়ন দেবেন দলটির সভানেত্রী শেখ হাসিনা। আজ সোমবার দুপুরে এ বিষয়ে নির্বাচন কমিশনে একটি চিঠি দেওয়া হয়েছে।
সংবাদিকদের এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আফজাল হোসেন।
আফজাল হোসেন বলেন, ‘নির্বাচনের আগে দলীয় প্রার্থীদের মনোনয়নের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম নির্বাচন কমিশনে জমা দিতে হয়। আমরা আমাদের দলের পক্ষে সেই তথ্য নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজের কাছে জমা দিয়েছে। আমাদের দলীয় প্রার্থীদের মনোনয়নপত্রে স্বাক্ষর করবেন দলের সভানেত্রী শেখ হাসিনা।’
নির্বাচন কমিশনে চিঠি দেওয়ার সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুজিত নন্দী ও এস এম কালাম।
দেশে সাড়ে চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদ রয়েছে। এবারই প্রথম দলের পরিচয় ও প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে যাচ্ছে।
আগামী ২২ মার্চ প্রথম দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট নেওয়া হবে। ওই দিন ৭৫২টি ইউনিয়ন পরিষদে এ নির্বাচন হবে।
প্রথম দফায় মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ২২ ফেব্রুয়ারি। ২৩-২৪ ফেব্রুয়ারি যাচাই-বাছাই করা হবে। আর প্রত্যাহারের শেষ তারিখ ২ মার্চ। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩ মার্চ।
দ্বিতীয় ধাপে ৩১ মার্চ ৭১০টি ইউনিয়ন পরিষদে, তৃতীয় ধাপে ২৩ এপ্রিল ৭১১টি ইউনিয়ন পরিষদে, চতুর্থ ধাপে ৭ মে ৭২৮টি ইউনিয়ন পরিষদে, পঞ্চম ধাপে ২৮ মে ৭১৪টি ইউনিয়ন পরিষদে ও ষষ্ঠ ধাপে ৪ জুন ৬৬০টি ইউনিয়ন পরিষদে ভোট নেওয়া হবে।