ঈশ্বরদীতে পুকুর থেকে লাশ উদ্ধার

পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের উত্তর ইয়ার্ড এলাকা থেকে আরশাদ আলী (৪৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে একটি পুকুর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
আরশাদ আলীর মেয়ে অরীনের (১৫) সঙ্গে কথা বলে জানা যায়, সকালে বাড়ি থেকে ভাত খেয়ে বের হন তার বাবা। এর মাত্র আধা ঘণ্টার ব্যবধানেই তাঁর বাবার লাশ ওই পুকুরে ভেসে থাকতে দেখা যায়। কীভাবে এ ঘটনা ঘটল, সে সম্পর্কে কিছুই জানাতে পারেনি সে।
ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, সকাল ১০টার দিকে স্টেশনের উত্তর ইয়ার্ডের নিরাপত্তা বাহিনীর ৯ নম্বর বিট এলাকার পুকুর থেকে ফতে মোহাম্মদপুর নিউ কলোনি এলাকার দিনমজুর আরশাদ আলীর মৃতদেহ উদ্ধার করা হয়। পুকুরের পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।