চট্টগ্রামে ৩ জেলার মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ১০ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা আজ শুক্রবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে শপথ গ্রহণ করেন। ছবি : এনটিভি
সম্প্রতি অনুষ্ঠিত কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ১০ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ গ্রহণ করেছেন।
আজ শুক্রবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার চট্টগ্রামের পরিচালক দীপক চক্রবর্তী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, সারওয়ার জাহান।
শপথগ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত ১০ জন মেয়র, ৩১ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৯৩ জন সাধারণ কাউন্সিলর অংশ নেন।