চার্জ বৃদ্ধির জটিলতা নিরসনে চট্টগ্রাম বন্দরের কমিটি

বেসরকারি কনটেইনার ডিপোতে আমদানি-রপ্তানি চার্জ বৃদ্ধি করা নিয়ে বন্দর ব্যবহারকারীদের সৃষ্ট জটিলতা নিরসনে ১১ সদস্যের একটি কমিটি গঠন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার দুপুরে বন্দর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বন্দর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন, বন্দর ব্যবহারকারী সদস্য ও চট্টগ্রাম চেম্বারের কর্মকর্তারা।
সভায় বন্দরের সদস্য (হারবার) কমোডর শাহিন রহমানকে প্রধান করে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এ কমিটিকে আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বন্দর মিলনায়তনে এ কমিটি একটি সভা করবে।
এ ছাড়া বন্দরের বেসরকারি কনটেইনার ডিপো পরিচালনার জন্য একটি নীতিমালা তৈরি করা হয়েছে, যা নৌ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল নিজাম উদ্দিন।
নিজাম উদ্দিন বলেন, ‘চট্টগ্রাম বন্দর থেকে উদ্যোগ নিয়ে আমরা একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসার জন্য একটা খসড়া নীতিমালা তৈরি করেছি। সে নীতিমালা আমরা নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠিয়েছি।’