২৮ লাখ ইয়াবাসহ আটক তিন : র্যাব

পুরোনো ছবি
বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২৮ লাখ ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ সোমবার সকালে র্যাব থেকে মোবাইল ফোনে পাঠানো খুদে বার্তায় (এসএমএস) এ দাবি করা হয়েছে।
আটক তিনজনের মধ্যে একজন হলেন আলী আহমেদ। তিনি ইয়াবা চোরাচালান চক্রের প্রধান বলে দাবি করেছে র্যাব।
এসএমএসে জানানো হয়েছে, এটিই সবচেয়ে বড় ইয়াবার চালান। এ বিষয়ে সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরায় র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।