চুয়াডাঙ্গায় হুইপকে হত্যাচেষ্টার অভিযোগে তরুণ আটক

চুয়াডাঙ্গায় জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দারকে হত্যাচেষ্টার অভিযোগে আটক তরুণ মিশন ইসলাম। ছবি : এনটিভি
চুয়াডাঙ্গায় জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দারকে হত্যাচেষ্টার অভিযোগে মিশন ইসলাম (২০) নামের এক তরুণকে আটক করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শহরের কবরী রোড থেকে তাঁকে আটক করা হয়।
হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার দাবি করেন, তিনি বাড়ির পাশের ক্লাব থেকে সন্ধ্যা ৭টার দিকে বাড়ি ফিরছিলেন। ওই সময় সন্দেহভাজন চার তরুণ তাঁকে অনুসরণ করেন। এরপর তাঁর সঙ্গে থাকা দলীয় কর্মীরা তাঁদের পরিচয় জানতে চাইলে তিনজন দৌড়ে পালান। এ সময় ধারালো অস্ত্রসহ একজনকে হাতেনাতে ধরে ফেলে। আটকের পর তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
আটক তরুণ জানান, তাঁর নাম মিশন ইসলাম। তাঁর বাড়ি শহরের জীনতলা মল্লিকপাড়ায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, হুইপকে হত্যাচেষ্টার অভিযোগে মিশনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।