নির্বাচনের মাঠ থেকে জেলে ছাত্রলীগ নেতা

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. শরীফুজ্জামান। ছবি : এনটিভি
কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. শরীফুজ্জামান শরীফকে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে গতকাল রোববার রাতে তাঁকে এই সাজা দেওয়া হয়।
শরীফ ভৈরব উপজেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক। তাঁর বাড়ি ভৈরব পৌর শহরের পঞ্চবটী মহল্লায়।
গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে নিজ এলাকায় নির্বাচনী প্রচারকালে পুলিশ তাঁকে আটক করে। তিনি ওই ওয়ার্ড থেকে উটপাখি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শরীফকে এক মাসের সাজা দেওয়া হয়। আজ সোমবার তাঁকে কিশোরগঞ্জ কারাগারে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুব আলম।