নির্বাচনী প্রচার শেষ হচ্ছে আজ রাতে

আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রচারকাজ শেষ হচ্ছে আজ সোমবার রাত ১২টায়। নির্বাচন কমিশনের (ইসি) বিধি অনুযায়ী, ভোটের ৩২ ঘণ্টা আগে প্রার্থীদের সব ধরনের প্রচার শেষ করতে হবে। সে সঙ্গে ভোট শেষের পরবর্তী ৪৮ ঘণ্টাও কোনো মিছিল-শোডাউন করা যাবে না।
সকালে ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামানও প্রচারের সময় শেষ হওয়ার বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন।
নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে ২৯ ডিসেম্বর দিবাগত রাত ১২টা থেকে ৩০ ডিসেম্বর দিবাগত রাত ১২টা পর্যন্ত যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
২৩৪ পৌরসভায় বেবিট্যাক্সি, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক ও টেম্পো চলাচলে এ নিষেধাজ্ঞা থাকবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপসচিব কামরুল আহসান এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।
ইসি কর্মকর্তারা জানান, ইসি ও রিটার্নিং অফিসারের অনুমোদিত পরিচয়পত্রধারী ও নির্বাচন-সংশ্লিষ্টদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। জাতীয় মহাসড়ক, বন্দর, জরুরি পণ্য সরবরাহ ও অন্যান্য প্রয়োজনে এ নিষেধাজ্ঞা শিথিল করতে হবে।
ইসি সূত্র জানায়, প্রায় সাড়ে তিন হাজার ভোটকেন্দ্রের জন্য প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার মিলিয়ে ৬৫ হাজারের বেশি ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োজিত থাকবেন।
আগামী বুধবার ২৩৪ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসব পৌরসভায় মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রায় ১২ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ২৩৪ পৌরসভায় ছয় মেয়র, ৯৪ সাধারণ কাউন্সিলর ও ৪০ জন সংরক্ষিত কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।