নেত্রকোনা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নেত্রকোনা জেলা শাখার সম্মেলনে সভাপতি পদে মঙ্গল চন্দ্র সাহা রায় ও সাধারণ সম্পাদক পদে সমীর ভদ্র রানা নির্বাচিত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে শহরের বড়বাজার শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া প্রাঙ্গণে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন শুরু হয়।
পূজা উদযাপন পরিষদ নেত্রকোনা জেলা শাখার সভাপতি নির্মল কুমার দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঙ্গল চন্দ্র সাহা রায়ের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক তাপস কুমার পাল, বিভাগীয় যুগ্ম সম্পাদক ভাস্কর চৌধুরী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সন্তোষ শর্মা, কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পাল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নূর খান মিঠু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার।
জেলার ১০টি উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদকসহ জেলা কমিটির নেতা ও সনাতন ধর্মাবলম্বীরা সম্মেলনে যোগ দেন। রাতে নির্মল কুমার দাশকে প্রধান উপদেষ্টা করে ৭১ সদস্যবিশিষ্ট কমিটির মধ্যে সভাপতি-সম্পাদকসহ ১১ জনের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় নেতারা।