চুয়াডাঙ্গার চার পৌরসভায় মেয়র পদে ২৩ জন

চুয়াডাঙ্গা সদরসহ জেলার চারটি পৌরসভায় মেয়র পদে ২৩ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৪ ও সাধারণ কাউন্সিলর পদে ১৭০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
দলীয় মনোনয়নপত্র পাওয়া আটজন প্রার্থীর বাইরে আওয়ামী লীগ থেকে চার, বিএনপি ও সহযোগী সংগঠন থেকে আরো দুজন স্বতন্ত্র প্রার্থী পরিচয়ে মনোনয়ন দাখিল করেছেন।
এসব প্রার্থী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর পৌরসভায় মেয়র পদে বর্তমান মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন (আওয়ামী লীগ), খন্দকার আব্দুল জব্বার সোনা (বিএনপি), তুষার ইমরান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মজিবুল হক মালিক মজু (স্বতন্ত্র) ও ওবাইদুর রহমান চৌধুরী ওরফে জিপু চৌধুরী (স্বতন্ত্র) মনোনয়নপত্র দাখিল করেন।
এখানে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৬১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
মেয়র টোটন আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সহোদর ভাই। মজিবুল হক মালিক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। আর জিপু চৌধুরী জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক।
আলমডাঙ্গায় বর্তমান মেয়র মীর মহিউদ্দিন (বিএনপি), হাসান কাদির গনু (আওয়ামী লীগ), এম সবেদ আলী (জাসদ), রেক্সোনা পারভীন (এনপিপি), সাদেকুর রহমান পলাশ (স্বতন্ত্র) , শামীম আল মামুন প্রিন্স (স্বতন্ত্র) ও আলমগীর হোসেন (স্বতন্ত্র) পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এখানে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ এবং সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
দর্শনায় বর্তমান মেয়র মহিদুল ইসলাম (বিএনপি), মতিয়ার রহমান (আওয়ামী লীগ), আশকার আলী (স্বতন্ত্র), আলী মনসুর বাবু (স্বতন্ত্র), নাহারুল ইসলাম (স্বতন্ত্র) ও সাইফুল ইসলাম ( স্বতন্ত্র ) মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ ও সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। স্বতন্ত্র পদের আলী মনসুর বাবু চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের ছোট ভাই। নাহারুল ইসলাম পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ।
জীবননগরে বর্তমান মেয়র নোয়াব আলী (বিএনপি), মুন্সী নাসির উদ্দিন (আওয়ামী লীগ), জাহাঙ্গীর আলম (স্বতন্ত্র), রফিকুল ইসলাম (স্বতন্ত্র) ও সাজেদুর রহমান (স্বতন্ত্র) মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নয়জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
দর্শনায় জামায়াত নেতা আশকার আলী ও জীবননগরে একই দলের প্রার্থী পৌর আমির সাজেদুর রহমান মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে জাতীয় পার্টি চার পৌরসভার কোনোটিতেই প্রার্থী দেয়নি।
এবারের পৌর নির্বাচনে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা সদর পৌরসভায়, জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান আলমডাঙ্গা পৌরসভায়, দামুড়হুদায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান দর্শনা পৌরসভায় ও জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাফিজ জীবননগর পৌরসভায় রিটার্নিং কর্মকর্তা হিসেবে মনোনয়নপত্র গ্রহণ করেন।
চুয়াডাঙ্গা পৌরসভায় ভোটার সংখ্যা ৬০ হাজার ৩৭ জন, আলমডাঙ্গা পৌরসভায় ভোটার সংখ্যা ২৩ হাজার ৮৬ জন, দর্শনা পৌরসভায় ভোটার সংখ্যা ২৪ হাজার ১৩ জন এবং জীবননগর পৌরসভায় ভোটার সংখ্যা ১৭ হাজার ৩১৩ জন।