পৌরসভা নির্বাচন : ১০ দিন সময় চায় জাতীয় পার্টি

পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা ১০ দিন বাড়ানোর দাবি জানিয়েছে জাতীয় পার্টি। আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে দেখা করে এ দাবি জানায় দলটি।
জাতীয় পার্টির প্রতিনিধিদলে ছিলেন মহাসচিব জিয়াউদ্দিন বাবলুর নেতৃত্বে পাঁচজন। তাঁরা নির্বাচনী প্রচারে সংসদ সদস্যদের (এমপি) অংশ নেওয়ার সুযোগ দিতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানান।
একই সঙ্গে নির্বাচনকে পেশিশক্তি এবং টাকার প্রভাবমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে প্রতিনিধিদলটি।
দেশের ২৩৪টি পৌরসভায় আগামী ৩০ ডিসেম্বর মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম রাজনৈতিক দলের প্রত্যক্ষ সমর্থন ও প্রতীক ব্যবহার করে পৌরসভার মেয়র পদে লড়বেন প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ৫ ও ৬ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর।
গত ২৪ নভেম্বর সিইসি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন।