পৌর মিলনায়তনে ব্লু ফিল্ম চলে, ভূমিমন্ত্রীর অভিযোগ

পাবনার ঈশ্বরদী পৌরসভার মিলনায়তনে ব্লু ফিল্ম (নীল সিনেমা) চলে বলে অভিযোগ করেছেন সেখানকার সংসদ সদস্য ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। এ জন্য ঈশ্বরদীতে একটি বড় মিলনায়তন বানানো প্রয়োজন বলে তিন জানিয়েছেন।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষে আজ শনিবার সকালে পাবনার ঈশ্বরদীতে এক অনুষ্ঠানে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এ কথা বলেন।
প্রযুক্তিহীন রাজনীতি শোষণের হাতিয়ার উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধী জামায়াত চোর ও ডাকাতের দল। তারা দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। স্বাধীন সার্বভৌম দেশ বির্নিমাণ ও জাতীয় উন্নয়নের জন্য শেখ হাসিনার নেতৃত্বে দেশে আরো একটি মুক্তিযুদ্ধ হওয়া দরকার। এ জন্য জাতীয় ঐক্য গড়ে তোলার বিকল্প নেই।
ভূমিমন্ত্রী আরো বলেন, এ মুহূর্তে ঈশ্বরদীতে একটি বড় মাপের মিলনায়তন প্রয়োজন। পৌরসভার একটি মিলনায়তন আছে। কিন্তু সেটিতে ব্লু ফিল্ম চালানোর জন্য সিনেমা হল হিসেবে ভাড়া দেওয়া হয়েছে।
প্রকৌশলী আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ইকবাল বাহার, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মু. খলিলুর রহমান, স্থানীয় সরকার বিভাগ রাজশাহীর পরিচালক আমিনুল ইসলাম, পাকশী পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম মহিউদ্দিন, আইডিবির সাধারণ সম্পাদক শামসুর রহমান, রহিম আফরোজ কোম্পানির কারখানা ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জাহিদ নেওয়াজ, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা চান্না, বিএসসিআরআইয়ের নির্বাহী প্রকৌশলী আসাদুল ইসলাম। পরে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।