মাদারীপুরে জমজমাট নৌকাবাইচ

মাদারীপুরে কালকিনি উপজেলার সমিতির হাটে আঁড়িয়াল খাঁ নদে জমজমাট নৌকাবাইচ । ছবি : এনটিভি
মাদারীপুরের কালকিনি উপজেলার সমিতির হাটে আঁড়িয়াল খাঁ নদে জমজমাট নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়দের উদ্যোগে গতকাল শনিবার বিকেলে সুশৃঙ্খলভাবে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়।
প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ।
নৌকাবাইচ প্রতিযোগিতাটি দুটি ইভেন্টে অনুষ্ঠিত হয়। দুটির ইভেন্টের বিজয়ীরা হলেন পূর্ব এনায়েত নগর এলাকার বাদল তালুকদারের দল ও সমিতির হাটের আজাদ সরদারের দল।
সমিতিরহাট একে মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হাসান পুলিনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী তালুকদারসহ স্থানীয় নেতারা।