ইউটার্ন নেওয়ার সময় পিকআপকে বাসের ধাক্কা, নিহত ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সুয়াগাজী এলাকায় গতকাল শুক্রবার রাত ১১টার দিকে যাত্রীবাহী বাস একটি পিকআপভ্যানকে চাপা দিলে দুইজন নিহত হয়। ছবি : এনটিভি
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন পিকআপভ্যানের যাত্রী কুমিল্লা নগরীর মোগলটুলী এলাকার আল করিম লাইব্রেরির মালিক হাফেজ মাওলানা ফয়জুল্লাহ এবং পিকআপভ্যান চালক নগরীর কালিয়াজুড়ি এলাকার জাকির হোসেন।
স্থানীয়দের বরাত দিয়ে লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, পিকআপভ্যানটি মহাড়কের সুয়াগাজী এলাকায় ইউটার্ন নিচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা কে কে ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস পিকআপভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যান।
এ ঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।