‘রাষ্ট্রের কোথাও হিজড়াদের স্থান নেই’

মানুষের মতো বেঁচে থাকার অধিকার চান বাংলাদেশের হিজড়ারা। ‘তৃতীয় লিঙ্গ’ হিসেবে সরকার স্বীকৃতি দিলেও সমাজ এখনো স্বীকৃতি দেয়নি, মেনে নেয়নি। ময়মনসিংহে ‘আলোর পথে হিজরা সমাজকল্যাণ সংস্থা’র সভাপতি সালমা শেখ এ অভিযোগ করেন।
হিজড়াদের ‘তৃতীয় লিঙ্গ’ হিসেবে স্বীকৃতিদানের দুই বছর পূর্তি উপলক্ষে ময়মনসিংহে হিজড়াদের সংগঠনের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয়ে টাউন হল মোড়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের সভাপতি সালমা শেখ বলেন, হিজড়ারাও তো মানুষ। তাদেরও তো সমাজের অন্য পাঁচজনের মতো বেঁচে থাকার অধিকার আছে। স্বাভাবিক চলাফেরার অধিকার আছে। অথচ রাষ্ট্রের কোথাও স্থান নেই আমাদের। পৃথিবীতে আপন বলে কেউ নেই। কেউ আমাদের ভালো চোখে দেখে না। ফলে প্রতিনিয়তই লাঞ্ছনা-গঞ্জনা সইতে হচ্ছে। এবার সুযোগ চাই। আমরাও মানুষের মতো বেঁচে থাকতে চাই। সম্মান চাই, অধিকার চাই।
শোভাযাত্রায় সহকারী পুলিশ সুপার (এএসপি) ফাল্গুনী নন্দী, ময়মননিংহ জেলা শিল্প ও বণিক সমিতির পরিচালক প্রদীপ ভৌমিক, হিজড়াদের নেতা শাহিদা, আশা, দুলারি প্রমুখ উপস্থিত ছিলেন।