দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনে ফের মন্ত্রিসভায় অনুমোদন

দলীয় প্রতীকে নির্বাচনের বিধান রেখে এ-সংক্রান্ত আইনের আবারো অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধনী) আইন, ২০১৫-এর খসড়া আইনটি সংসদে উত্থাপনের জন্য অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, কিছুদিন আগে দলীয় প্রতীকে ও দলীয় মনোনয়নে স্থানীয় সরকার নির্বাচনের লক্ষ্যে এ আইন সংশোধন করা হয়েছিল। সে সময় মন্ত্রিসভার অনুমোদনের পর সংসদ অধিবেশন না থাকায় রাষ্ট্রপতির প্রজ্ঞাপন জারির মাধ্যমে অধ্যাদেশ আকারে এটি কার্যকর করা হয়। এখন চলমান সংসদ অধিবেশনে এটিকে আইন করার জন্য উত্থাপন করতে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এ ছাড়া বৈঠকে বিমা করপোরেশন আইন, ২০১৫-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান সচিব। তিনি বলেন, “বিমা করপোরেশন আইনে আগে ‘বাণিজ্যিক স্বার্থের’ একটি শব্দ ছিল। এখন এর সঙ্গে ‘জনস্বার্থে’ শব্দটি যোগ করা হয়েছে।”
গত ১২ অক্টোবর স্থানীয় সরকারের সব নির্বাচন দলীয় প্রতীকে করার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। সংসদ অধিবেশন না থাকায় গত ২ নভেম্বর আইনটি রাষ্ট্রপতির অনুমোদনক্রমে অধ্যাদেশ আকারে জারি করা হয়।
গতকাল রোববার দশম সংসদের অষ্টম অধিবেশন শুরু হয়েছে। এখানে উত্থাপন করতে আজ আবারো খসড়া আইনটি মন্ত্রিসভায় পাস হলো।