রাসিক মেয়রের বরখাস্ত চেয়ে আরএমপির চিঠি

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সাময়িক বরখাস্ত চেয়ে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। গত ২৩ জানুয়ারি পুলিশ সদর দপ্তরে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়। পুলিশ সদর দপ্তর থেকে তা আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে পাঠানো হয়।
গতকাল শুক্রবার রাতে আরএমপি কমিশনার মো. শামসুদ্দিন চিঠি পাঠানোর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চিঠিতে রাসিক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের নামে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ সরকার হত্যাসহ বিস্ফোরক আইনে দায়ের করা পাঁচটি মামলার কথা উল্লেখ রয়েছে। সেই সঙ্গে মোসাদ্দেক হোসেন বুলবুল মেয়র পদে থাকলে মামলাগুলো ভিন্ন খাতে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া মেয়র বুলবুল রাষ্ট্রবিরোধী বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে মদদ ও নির্দেশনা দিয়ে আসছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়। এ জন্য তাঁকে রাসিক মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
২০১৩ সালের ১৫ জুন রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি নেতা মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এক লাখ ৩১ হাজার ৫৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। নির্বাচনে সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের বর্তমান সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন ৮৩ হাজার ৭২৬ ভোট পেয়ে পরাজিত হন।