Beta

বাঞ্ছারামপুরে থানা হেফাজতে আসামির মৃত্যু, তদন্ত কমিটি

২০ জুলাই ২০১৯, ২২:৪৫ | আপডেট: ২০ জুলাই ২০১৯, ২২:৪৫

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানা হাজতে সাগর নামের এক আসামির মৃত্যু হয়েছে। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানা হাজতে সাগর (২০) নামের এক আসামির রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে হাজতের ভেতর থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। নিহত সাগর মৃত সাজেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে উপজেলা ভবনে চুরির ঘটনায় সাগরকে আটক করে পুলিশে সোপর্দ করেন নৈশপ্রহরী। এরপর শনিবার দুপুরে তাঁকে চুরির মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়ার সময় হাজত থেকে তাঁকে আনতে গেলে দেখা যায়, তিনি গলায় রশি পেচানো অবস্থায় অচেতন হয়ে পড়ে আছেন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে থানা হাজতে আসামির মৃত্যুর ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান। তিনি জানান, আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Advertisement