Beta

রোহিঙ্গাদের মিয়ানমারে পুনর্বাসনে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা কামনা

২০ জুন ২০১৯, ২৩:৩০

ইউএনবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন আইসিআরসি বাংলাদেশের প্রতিনিধি-প্রধান ইখতিয়ার আসলানভ। ছবি : ফোকাস বাংলা

রোহিঙ্গাদের মিয়ানমারে পুনর্বাসনে আন্তর্জাতিক রেডক্রস কমিটিসহ (আইসিআরসি) বিভিন্ন সংস্থার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দপ্তরে আইসিআরসি বাংলাদেশের প্রতিনিধি-প্রধান ইখতিয়ার আসলানভ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসন ও পুনর্বাসনে আন্তর্জাতিক সংগঠনগুলোর সক্রিয় ভূমিকা চায় বাংলাদেশ।’

এ সময় মানবিক দিক বিবেচনায় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজ্ঞ সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেন ইখতিয়ার আসলানভ। তিনি বলেন, ‘রোহিঙ্গা বিষয়ে আইসিআরসি বাংলাদেশকে তাদের সহযোগিতা অব্যাহত রাখবে।’

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।

Advertisement