ঝালকাঠিতে মোটরসাইকেলের ধাক্কায় দিনমজুর নিহত

ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পড়ে আছে আবদুল আউয়ালের মরদেহ। ছবি : এনটিভি
ঝালকাঠির রাজাপুর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আবদুল আউয়াল নামের এক দিনমজুর নিহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টায় উপজেলার বিশ্বাসবাড়ী এলাকায় খুলনা-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দিনমজুর আবদুল আউয়াল উপজেলার বারবাকপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, সকালে বিশ্বাসবাড়ী সড়কে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল আউয়ালকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাজাপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই মোটরসাইকেল চালককে আটক করতে পারেনি পুলিশ।