Beta

ভাড়াটিয়া নেতারা এখন বিএনপি চালাচ্ছেন : তথ্যমন্ত্রী

২০ মে ২০১৯, ১৬:৪৯

নিজস্ব প্রতিবেদক
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির নেতৃত্ব খালেদা জিয়া ও তারেক রহমানের হাত থেকে বেরিয়ে এখন ভাড়াটিয়া নেতাদের হাতে। ভাড়াটিয়া নেতারাই এখন বিএনপি চালাচ্ছেন।’

আজ সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তথ্যমন্ত্রী।  

ওই সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী সমসাময়িক বিষয়াদি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মিথ্যাচার করছে। আমরা খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নিয়েছি। তিনি ভালো আছেন। তার মুখের যে ঘায়ের কথা বলা হচ্ছে, তা অতটা গুরুতর নয়। চিকিৎসা চলছে। তিনি সুস্থ হয়ে যাবেন।’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুর্নীতি নিয়ে প্রশ্ন করা হলে তথ্যমন্ত্রী বলেন, ‘পত্রপত্রিকায় এ বিষয়ে তথ্য আসার পর দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Advertisement