ফেনসিডিলসহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নেতা গ্রেপ্তার

ঝালকাঠিতে ফেনসিডিল বহন করার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম স্বপনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে শহরের পালবাড়ি ও পোস্ট অফিস সড়কে পৃথক দুটি অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম জানান, একটি ভ্যানগাড়িতে বেকারির রুটি নিয়ে শহরের পালবাড়ি এলাকায় অবস্থান করছিলেন মো. বাবুল নামের এক ব্যক্তি। ওই ভ্যানগাড়িতে রুটির প্যাকেটের মধ্যে ফেনসিডিল রয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ভ্যানগাড়ির মধ্য থেকে ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে গ্রেপ্তার করা হয় বাবুলকে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ শহরের পোস্ট অফিস সড়কে অভিযান চালিয়ে আরো ২৩ বোতল ফেনসিডিলসহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম স্বপন, তাঁর সহযোগী আবুল হোসেন ও মো. জসিমকে গ্রেপ্তার করে।
চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।