এবার সুপ্রভাতের চালকের সহকারী, কন্ডাক্টর রিমান্ডে

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদকে চাপা দিয়ে মারার ঘটনায় এবার সুপ্রভাতের চালকের সহকারী (হেলপার) ও কন্ডাক্টরকে রিমান্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান এ আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) রাকিব এ বিষয়ে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কাজী শরীফুল ইসলাম সুপ্রভাতের হেলপার ইব্রাহিম ও কন্ডাক্টর ইয়াসিন আরাফাতকে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যেককে সাতদিনের রিমান্ড দেন।
এর আগে গত ২০ মার্চ ঢাকার মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী চালক সিরাজুল ইসলামকে সাতদিনের রিমান্ড দেন। বর্তমানে এ চালক রিমান্ডে রয়েছেন।
গত ১৯ মার্চ সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সামনে বিইউপির ছাত্র আবরার আহমেদকে চাপা দেয় সুপ্রভাত পরিবহনের বাসটি। এ ঘটনার মূল আসামি বাসের কন্ডাক্টর ইয়াছিন আরাফাত ও সহকারী ইব্রাহিমকে চাঁদপুর থেকে গ্রেপ্তার করা হয়।
আবরার আহমেদের মৃত্যুর পর দোষীদের শাস্তি ও নিরাপদ সড়ক চাই-এর দাবিতে রাজধানীর রাস্তায় নামে তাঁর সহপাঠীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।