খালেদা জিয়া গণতান্ত্রিক রাজনীতির বাইরে চলে গেছেন : ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া স্বাভাবিক রাজনীতিতে ছিলেন। এখন তিনি পেট্রলবোমা মেরে, আগুনসন্ত্রাসী ও জঙ্গিবাদ লালন করে গণতান্ত্রিক রাজনীতির বাইরে চলে গেছেন। গণতান্ত্রিক রাজনীতির ঘরে ওনার এখন জায়গা নেই।’
আজ শুক্রবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে বেসরকারি সংগঠন হাওরপাড়ের ধামাইল (হাপাধা) আয়োজিত দুদিনব্যাপী জাতীয় হাওর উৎসবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। উৎসবের উদ্বোধন করেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।
তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে ফিরে সিদ্ধান্ত নিতে হবে, তিনি স্বাভাবিক রাজনীতি করবেন নাকি অস্বাভাবিক রাজনীতি করবেন। সেটার ওপরই নির্ভর করছে তাঁর ভবিষ্যৎ। দেশে ফিরে আগুনসন্ত্রাসীদের না ছাড়তে পারলে তাঁকে গণতান্ত্রিক রাজনীতির ঘরের চৌকাঠের ওপারেই থাকতে হবে।
এ সময় দুই বিদেশি হত্যাকাণ্ডের ব্যাপারে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, বিদেশিদের হত্যা নিয়ে তদন্ত চলছে। তদন্তের প্রাথমিক পর্যায়ে বিএনপি-জামায়াতের সম্পৃক্ততা পাওয়া গেছে। যাচাই করা হচ্ছে এটি নাশকতা, জঙ্গিবাদ নাকি সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করার উদ্দেশে করা হয়েছে। তদন্তের পরই সব কিছু বেরিয়ে আসবে।
বর্তমান সরকার একই সঙ্গে জঙ্গিবাদ ও আগুনসন্ত্রাসীদের মোকাবিলা করে দেশের পাহাড়, সমতল ও হাওর এলাকার উন্নয়ন করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহিবুর রহমান মানিক, স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সাবেক সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাইশি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ার হোসেন, হাপাধার সভাপতি সজল কান্তি সরকার প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর দীর্ঘ সময় চলে মনোজ্ঞ ধামাইল অনুষ্ঠানসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।