সুনামগঞ্জ শহরে একজনের রক্তাক্ত লাশ উদ্ধার

সুনামগঞ্জ শহরের জামাইপাড়া মোড় থেকে সকালে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ছবি : এনটিভি
সুনামগঞ্জ শহরের জামাইপাড়া মোড় থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাস্তার পাশ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ বলছে, ওই ব্যক্তি পাগল ছিলেন। তাঁকে মাঝেমধ্যে শহরে ঘোরাঘুরি করতে দেখা গেছে। তবে তাঁর কোনো পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামাইপাড়া মোড়ের পাশের একটি দোকানের সামনে ভোরে লাশটি পড়ে থাকতে দেখলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জানতে চাইলে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ চৌধুরী জানান, সকালে এক পাগলের রক্তমাখা লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাঁর কোনো পরিচয় পাওয়া যায়নি।