অপপ্রচারের প্রতিবাদে জয়পুরহাটে বিএনপির সংবাদ সম্মেলন

মিথ্যা ও অপপ্রচারের মাধ্যমে বিএনপি নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও দলকে বিতর্কিত করার অভিযোগ এনে এর প্রতিবাদে জয়পুরহাটে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। আজ রোববার দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান রওনকুল ইসলাম চৌধুরী টিপু, অধ্যাপক আমিনুর রহমান বকুল, সাংগঠনিক সম্পাদক মতিয়র রহমান, জেলা কৃষক দলের সভাপতি মাওলানা ইসমাইল হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম শফি, জেলা যুবদলের সভাপতি সেলিম রেজা ডিউকসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা দাবি করেন, বর্তমান অবৈধ সরকারের বিভিন্ন এজেন্ট ভুল ও মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিক তথা বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালিয়ে বিএনপির উজ্জ্বল ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। শুধু তাই নয়, বিভিন্ন মিথ্যা মামলায় আসামি করে জেলার জনপ্রিয় নেতাদের ঘরছাড়া করার পর অন্য নেতাদের সম্পর্কে নানা অপপ্রচারও চালানো হচ্ছে।
বিএনপি নেতারা সম্প্রতি ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় দৈনিকে এ-সংক্রান্ত একটি সংবাদকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর দাবি করে এর তীব্র প্রতিবাদ জানান।
এ সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে জাতীয়তাবাদী শক্তির পক্ষে ঐক্যবদ্ধ থাকার জন্য সব নেতা-কর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির নেতারা।