জয়পুরহাটে নিহত ৩৬ শ্রমিককে আর্থিক অনুদান

জয়পুরহাট জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনাসহ বিভিন্নভাবে নিহত ৩৬ শ্রমিককে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। আজ শনিবার জয়পুরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নিহতদের পরিবারের হাতে অনুদানের টাকা তুলে দেওয়া হয়।
সভায় জানানো হয়, গত দুই বছরে শ্রমিক ইউনিয়নের সদস্য মোট ৩৬ জন চালক, তাঁদের সহকারী ও সাধারণ শ্রমিক নিহত হন। প্রত্যেকের পরিবারকে এককালীন ৩০ হাজার টাকা করে মোট ১০ লাখ ৮০ হাজার টাকার অনুদান দেওয়া হয়।
জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সরদার মো. হাফিজের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় আরো বক্তব্য দেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক সভাপতি মাহবুব আলম মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
সভার কারণে আজ জয়পুরহাট জেলার প্রায় সব রুটে যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ ছিল।