নগরকান্দা বিএনপির নেতৃত্বে বুলু-মুকুল

অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলুকে সভাপতি ও সাইফুর রহমান মুকুলকে সাধারণ সম্পাদক করে ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দুদিনব্যাপী সম্মেলন শেষে গতকাল শুক্রবার রাতে কমিটির ঘোষণা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোদারেস আলী ইছা।
উপজেলার লস্করদিয়ায় বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের বাড়িতে গত বৃহস্পতিবার উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন হয়। সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি জহুরুল হক শাহাজাদা মিয়া। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি শামা ওবায়েদ ইসলাম রিংকু। উদ্বোধন অধিবেশনে নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন মণ্ডল সভাপতিত্ব করেন।
সম্মেলনে বাবুল তালুকদারকে সহসভাপতি, জাজরিজ মাতুব্বরকে যুগ্ম সম্পাদক ও শওকত আলী শরীফকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
দ্বিতীয় দিন সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোদারেস আলী ইছা, সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম লিটন, জেলা মহিলা দলের সভাপতি ইয়াসমিন আরা হক, অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু, সালথা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হক চৌধুরী খসরু, সাইফুর রহমান মুকুল, বিএনপি নেতা শওকত আলী শরীফ, নগরকান্দা উপজেলা যুবদলের সভাপতি আলিমুজ্জামান সেলু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ।
তবে সালথা উপজেলা বিএনপির কমিটির গঠন করা হয়নি।