জয়পুরহাটে আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতা শুরু

জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে আন্তজেলা আইজিপি কাপ (অনূর্ধ্ব-২১) কাবাডি প্রতিযোগিতা। ছবি : এনটিভি
জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে আন্তজেলা আইজিপি কাপ (অনূর্ধ্ব-২১) কাবাডি প্রতিযোগিতা। গতকাল বুধবার বিকেলে পুলিশ লাইনস মাঠে এর উদ্বোধন করেন পুলিশের রাজশাহী বিভাগের ডিআইজি মো. ইকবাল বাহার (পিপিএম)। জেলা পুলিশের ব্যবস্থাপনায় ‘মাদকের নেশা ছেড়ে, বেঁচে থাকুন হেসে খেলে’ স্লোগানে এ প্রতিযোগিতার শুরু হয়েছে।
প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আব্দুর রহিম, পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী প্রমুখ।
প্রথম দিনের খেলায় জয়পুরহাট সদর উপজেলা কাবাডি দল মাত্র এক পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে শুভ সূচনা করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় জয়পুরহাট সদর উপজেলা ২৯ পয়েন্ট ও পাঁচবিবি উপজেলা দল ২৮ পয়েন্ট পায়। এ লিগে জেলার পাঁচটি উপজেলার পাঁচটি কাবাডি দল অংশগ্রহণ করছে।