Beta

নড়াইলে যাত্রীবাহী বাস খাদে, চালক নিহত

১৮ জানুয়ারি ২০১৯, ২৩:৪০

এম. মুনীর চৌধুরী, নড়াইল
শুক্রবার নড়াইল-যশোর সড়কের ভাঙ্গুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়, এতে বাসচালক নিহত হন। ছবি : এনটিভি

নড়াইলের ভাঙ্গুড়া নামক স্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাসচালক মোস্তফা মোল্যা (৫০) নিহত হয়েছেন। এ সময় বাসে থাকা আরো ১২ জন আহত হন। শুক্রবার বিকেলে নড়াইল-যশোর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নড়াইলের কালনাঘাট থেকে খুলনাগামী এক্সপ্রেস পরিবহনের একটি বাস (যশোর জ-০৪-০০১৬) সদর উপজেলার ভাঙ্গুড়া নামক স্থানে পৌঁছালে সামনের চাকা ফেটে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়।

খবর পেয়ে নড়াইল ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাসচালক মোস্তফাকে মৃত ঘোষণা করেন।

বাসচালক মোস্তফা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের সিরাজ মোল্যার ছেলে। আহত অন্যদের নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Advertisement